thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে রুটের কীর্তি

২০২১ ফেব্রুয়ারি ০৭ ০৭:৪৪:৩৯
ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে রুটের কীর্তি

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টটি সাদা পোশাকে ইংল্যান্ড অধিনায়ক জো রুটের ক্যারিয়ারের শততম ম্যাচ। অনন্য মাইলফলক স্পর্শের এই ম্যাচে একেরপর এক রেকর্ড করে যাচ্ছেন তিনি। ডাবল সেঞ্চুরি করার মধ্য দিয়ে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক।

প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ২১৮ রান করে থামেন জো রুট। এর আগে শততম টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়েছিলেন পাকিস্তানের ইনজামাম উল হক। ভারতের বিপক্ষে ২০০৪-০৫ মৌসুমে ব্যাঙ্গালুরু টেস্টে ১৮৪ করেছিলেন তিনি।

এর পাশাপাশি টেস্ট ইতিহাসের সপ্তম ব্যাটসম্যান হিসেবে টানা তিন টেস্টে ব্যাক টু ব্যাক ১৫০+ রানের ইনিংস খেলে ডন ব্র্যাডমান-জহির আব্বাসদের কাতারে উঠে এসেছেন জো রুট। তার আগে এই রেকর্ড গড়েছিলেন যথাক্রমে ওয়ালি হ্যামন্ড (১৯২৯), ডন ব্র‍্যাডম্যান (১৯৩৭), মুদাসসার নাজার (১৯৮৩), জহির আব্বাস (১৯৮৪), কুমার সাঙ্গাকারা (২০০৭) ও টম লাথাম (২০১৯)।

শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ২২৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন জো রুট। একই দলের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮৬ রান করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক। এবার চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে খেলেন দুই শতাধিক রানের ইনিংস।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর