thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ঢাকা টেস্টে থাকছেন না সাকিব

২০২১ ফেব্রুয়ারি ০৮ ১৮:১৭:০৯
ঢাকা টেস্টে থাকছেন না সাকিব

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে ব্যথা পেয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। পরে আর মাঠে নামেননি তিনি। সাকিবের অনুপস্থিতিতে ম্যাচটি হেরেছে স্বাগতকিরা। আজ শোনা গেল আরেকটি দুঃসংবাদ। সিরিজের দ্বিতীয় টেস্টেও সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ।

আগেই শঙ্কা জেগেছিল, কুঁচকির এই চোটে হয়তো ঢাকা টেস্টে নাও খেলা হতে পারে সাকিবের। সেই শঙ্কাই সত্যি হলো। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, সাকিবকে ছাড়াই ঢাকা টেস্টে খেলবে বাংলাদেশ। চোটের পর থেকেই বিসিবির মেডিকেল দলের তত্ত্বাবধানে আছেন সাকিব।

তবে সাকিবের পরিবর্তে দলে কাউকে ডাকা হবে কি না, এ বিষয়ে এখনো কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট।

এদিকে শেষ টেস্ট খেলতে সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকা পৌঁছেছে বাংলাদেশ ও উইন্ডিজ দল। দুই বছর আগে বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও এবার অন্তত সিরিজ হারতে হবে না ক্যারিবিয়ানদের।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর