thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সাকিব নেই, সতর্ক উইন্ডিজ কোচ

২০২১ ফেব্রুয়ারি ০৯ ১৪:৫২:২২
সাকিব নেই, সতর্ক উইন্ডিজ কোচ

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে ব্যথা পেয়েছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। পরে আর মাঠে নামেননি তিনি। সাকিবের অনুপস্থিতিতে ম্যাচটি হেরেছে স্বাগতকিরা। সিরিজের দ্বিতীয় টেস্টেও সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। ১১ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

তবে সাকিব ছিটকে যাওয়ায় বাড়তি সুবিধা দেখছে না সফরকারীরা। উইন্ডিজ কোচ ফিল সিমন্স বরং মনে করেন বাকিরাই সাকিবের অভাব পূরণের জন্য যথেষ্ট। ক্যারিবীয় কোচ বলেছেন, তার অনুপস্থিতির কথা ভেবে সবকিছু সহজভাবে নিতে পারি না। আমাদের জন্য কাজটা মোটেও সহজ হবে না।

রাতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘এটা আমাদের সুবিধা দেবে না (সাকিব না থাকা)। হ্যাঁ, সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। কিন্তু তাদের স্পিনার আর ব্যাটসম্যান আছে যারা বল ঘুরাতে পারে ও রান করার কাজটা করে দেবে। হয়ত সাকিবের মতো না, কিন্তু এই টেস্টের জন্য পর্যাপ্ত। তার অনুপস্থিতিকে নিশ্চিন্ত থাকার উপায় নেই। এটা সহজ হবে না।’

দ্বিতীয় টেস্টে ওপেনিং জুটি আর স্পিনারদের আরও উন্নতির জায়গা দেখছেন তিনি, ‘আমাদের বড় ওপেনিং জুটি দরকার। এটা হলে অন্য ব্যাটসম্যানদের জন্য সুবিধা হয়।’

বোলারদের নিয়ে সিমন্সের মন্তব্য, ‘আমার মনে হয় না আমাদের স্পিনাররা তাদের (বাংলাদেশের) মতো ধারাবাহিক। স্পিনাররা ভাল করেছে, কিন্তু উন্নতির জায়গা আরও আছে।’

সিমন্সের মতে চট্টগ্রামের চেয়ে মিরপুরের উইকেটে স্পিনাররা আরও সহায়তা পাবেন। উইকেট দেখে বাড়তি স্পিনার খেলানোর ব্যাপারেও ভাবতে পারে তাদের দল।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর