thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

প্রশংসায় ‘অস্বস্তি’ লাগে পরিকল্পনামন্ত্রীর

২০২১ ফেব্রুয়ারি ০৯ ১৭:২৬:৫১
প্রশংসায় ‘অস্বস্তি’ লাগে পরিকল্পনামন্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক: নিজের প্রশংসা শুনলে কার না ভালো লাগে! তবে ব্যতিক্রমী মানুষও আছেন। যেমন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি জানালেন, কেউ তার অতিরিক্ত প্রশংসা করলে তিনি অস্বস্তি বোধ করেন, এতে তিনি লজ্জা পান। তার মতে কাজ করলে কাজের সুফল মিলবে। এজন্য প্রশংসা বন্ধ করে যথাসময়ে যথাযথ কাজ করে যেতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার মন্ত্রণালয়ের একটি কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। এদিন এনইসি সম্মেলন কক্ষে ২০২০-২০২১ অর্থবছরে নির্বাচিত চলমান প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ ও সমাপ্ত প্রকল্পের প্রভাব মূল্যায়ন সংক্রান্ত ওরিয়েন্টেশন কর্মশালায প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী।

আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং অতিরিক্ত সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান তাদের বক্তব্যে মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন।

তাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘আপনারা আমার বিষয়ে অনেক কিছু বাড়িয়ে ভুলভাল প্রশংসা করেন, এটা লজ্জা লাগে, অস্বস্তিকর। কেমন আছেন, ভালো আছেন…এটুকুই এনাফ। তারপর অনেক বাড়িয়ে প্রশংসা করা হয়, এটা কমিয়ে আনেন।’

এম এ মান্নান বলেন, ‘কোনো অনুষ্ঠানে গেলে ফুল, ক্রেস্ট দেয়া হয়। এগুলো কমিয়ে আনা দরকার। কাজ, কাজ, কাজ। এগুলো দিয়ে আপন করে। এগুলো (প্রশংসা) অহেতুক। অহেতুক বালাই কিছু আমাদের দেশে আছে। এগুলো কমানো দরকার।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রীকে আইএমইডির পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়। এসময় তিনি হেসে বলেন, ‘আজকে রিসিভ করলাম, ভবিষ্যতে আর দেবেন না।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর