thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

দলে ফিরলেন সৌম্য

২০২১ ফেব্রুয়ারি ১০ ০৯:৫৭:৫০
দলে ফিরলেন সৌম্য

দ্য রিপোর্ট প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ লড়াই করেও হেরেছে টাইগাররা। সিরিজে সমতার লক্ষ্যে বৃহস্পতিবার দ্বিতীয় টেস্ট খেলতে নামবে তামিম-মুশফিকরা। তবে তার আগে আলোচনা ছিলো ইনজুরিতে পড়া সাকিবের স্থলাভিষিক্ত কে হচ্ছেন। অবশেষে জানা গেল সাকিবের জায়গায় খেলবেন সৌম্য।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ঢাকা টেস্টের জন্য সাকিবের বদলি হিসেবে বুধবার দলে যোগ দিচ্ছেন সৌম্য সরকার।

উল্লেখ্য, সৌম্য সবশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিতে দুই ইনিংসে ১৭ আর ১৫ রান করে দল থেকে বাদ পড়েছিলেন।

১৫ টেস্টের ক্যারিয়ারে একটি সেঞ্চুরি আর ৪টি হাফসেঞ্চুরি আছে সৌম্যের। গড় ২৯.২১। টেস্টে তার ক্যারিয়ারসেরা ইনিংসটি ১৪৯ রানের। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিষাক্ত বোলিং আক্রমণের বিপক্ষে এই চোখ ধাঁধানো সেঞ্চুরিটি করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর