thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

আল-জাজিরা ইস্যুতে ছয়জন অ্যামিকাস কিউরি নিয়োগ

২০২১ ফেব্রুয়ারি ১০ ১৬:১৩:০৩
আল-জাজিরা ইস্যুতে ছয়জন অ্যামিকাস কিউরি নিয়োগ

দ্য রিপোর্ট প্রতিবেদক: কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে মতামত জানতে ছয়জন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দিয়েছেন হাই কোর্ট। এ সংক্রান্ত শুনানিতে আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) হাই কোর্টের বিচারপতি এ আদেশ দেন।

আল জাজিরা চ্যানেলে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ প্রতিবেদনটি সরাতে হাই কোর্টে করা রিটের বিষয়ে ছয়জন অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন আদালত। অ্যামিকাস কিউরিদের মতামত শোনা ও এ বিষয়ে আদেশের জন্য ১৫ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করেছেন আদালত।

হাই কোর্ট এজে মোহাম্মদ আলী, কামালুল আলম, আবদুল মতিন খসরু, ফিদা এম কামাল, শাহদীন মালিক ও প্রবীর নিয়োগীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দিয়েছেন। শুনানি চলাকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসির ওপর ক্ষোভ প্রকাশ করেন আদালত।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর