thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

ফের পতন সূচকে, লেনদেনে বড় উত্থান 

২০২১ ফেব্রুয়ারি ১১ ১৫:১৮:৩৮
ফের পতন সূচকে, লেনদেনে বড় উত্থান 

দ্য রিপোর্ট প্রতিবেদক:বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ফের পতন দেখা গেছে পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর।তবে বড় ব্যবধানে বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর মূল মূল্যসুচক ‘ডিএসইএক্স’ ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪৮৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচক গুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ২৩৬ এবং ২ হাজার ১১০ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ১হাজার ৫৫কোটি ৪৭ লাখটাকারশেয়ার ও ইউনিট। বুধবারডিএসইতেলেনদেন হয়েছিল৭৮৬কোটি ১ লাখটাকারশেয়ার ও ইউনিট।এ হিসেবে আজ ডিএসইতে ২৬৯কোটি ৩৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫১ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪১ টির, কমেছে ১৫৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯১২ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৫৮ টির,কমেছে ৩১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। লেনদেন হয়েছে ৮৩কোটি ৩৯ লাখটাকার শেয়ার ও ইউনিট।

দ্য রিপোর্ট/এএস/১১ফেব্রুয়ারি ,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর