thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

দেশ জেনারেল ইন্সুরেন্সের আইপিও আবেদন  ১৪ ফেব্রুয়ারি শুরু 

২০২১ ফেব্রুয়ারি ১৩ ১৪:৪৯:৪১
দেশ জেনারেল ইন্সুরেন্সের আইপিও আবেদন  ১৪ ফেব্রুয়ারি শুরু 

দ্য রিপোর্ট প্রতিবেদক:শেয়ারবাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমোদন পাওয়াদেশ জেনারেল ইন্সুরেন্স লিমিটেডের আবেদন শুরু হচ্ছে আগামীকাল রোববার (১৪ ফেব্রুয়ারি)। চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে

কোম্পানিটি প্রতিটি ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কেটি টাকা সংগ্রহ করবে।যা দিয়ে সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট, পুঁজিবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে (পুনঃমূল্যায়ন ছাড়া) ১১.৬২ টাকায়। আর ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩৬ টাকা।

এর আগে গত বছরের ২ ডিসেম্বর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম নিয়মিত সভায় আইপিও’র অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজম্যান্ট লিমিটেড।

দ্য রিপোর্ট/এএস/১৩ফেব্রুয়ারি ,২০২১

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর