thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

শাহবাগে ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ৬

২০২১ ফেব্রুয়ারি ১৩ ১৫:৫৫:৩৭
শাহবাগে ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ৬

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর শাহবাগে ব্যবসায়ীর ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় ছয় জনকে গ্রেফতার করেছে রমনা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ও শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা এবং আশপাশের জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন- মাজহারুল ইসলাম ওরফে রাকিব, জহিরুল তালুকদার, আবু বক্কর সিদ্দিক ওরফে খোকা, সেলিম ওরফে ল্যাংড়া সেলিম, লালন ও সেলিম মিয়া। এ সময় উদ্ধার দুটি চাপাতি, দুটি চাকু, একটি এন্টি কাটার, একটি হাতুড়ি ও ছিনতাইয়ের দুই লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে একেএম হাফিজ আক্তার বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি শহীদুল্লাহ নামে এক ব্যবসায়ী রিকশায় তাঁতীবাজার এলাকা থেকে ৩৫ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন। শাহবাগ থানার টিএনটি একচেঞ্জের পাশে এলে বেশ কয়েকজন তার ওপর হামলা চালায় এবং টাকা ছিনিয়ে নেয়। পরে শাহবাগ থানায় মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে রমনা গোয়েন্দা বিভাগ এ ব্যাপারে তদন্ত শুরু করে। বিভিন্ন তথ্য পর্যালোচনা করে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।’

হাফিজ আক্তার বলেন, ‘গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ৬ জন ছিনতাই চক্রের অপারেশনাল টিমের সদস্য। এই চক্রের আরও সদস্য রয়েছে‌। তাদের গ্রেফতারে অভিযান চলছে। ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের পর নিজেরা ভাগবাটোয়ারা করে নিয়ে যায়। তাদের কোনও রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করে দেখছে গোয়েন্দা পুলিশ।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর