thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ভালোবাসা দিবসকে ঘিরে তারকাদের ভাবনা

২০২১ ফেব্রুয়ারি ১৪ ১৪:৪৪:১৫
ভালোবাসা দিবসকে ঘিরে তারকাদের ভাবনা

দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ বিশ্ব ভালোবাসা দিবস। আর এই দিনকে ঘিরে তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের মনেই নতুন করে উঁকি দেয় ভালোবাসা। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও এদিন নিয়ে থাকে নানান ভাবনা। কেউবা পরিবারের সঙ্গে কেউবা প্রিয়জনের সঙ্গে সময় কাটান। কয়েকজন তারকার কাছে জানতে চাওয়া হয়েছিলো তাদের কাছে বিশেষ এই দিবসের গুরুত্ব সম্পর্কে। তারা জানিয়েছেন তাদের ভাবনাগুলো।

সিয়াম আহমেদ

বিশেষ দিন, বিশেষ মানুষটার জন্য। সবাই বলে, ভালোবাসা শুধু একটা দিনকে ঘিরেই নয়, প্রতিটা দিনই ভালোবাসার; আর আমিও সেটাই বিশ্বাস করি। কিন্তু বিশেষ দিনগুলো আমাদেরকে সেই কথাটাই মনে করিয়ে দেয়— আমাদের জীবনে যারা গুরুত্বপূর্ণ তাদের কাছে ফিরে যাওয়া উচিত একটা সময়ের পরে অথবা দিনের শেষে। এই ভালো লাগাটাই একটা বিশেষ কিছু।

দিলশাদ নাহার কনা

আমার কাছে ভালোবাসা দিবসটাকে বছরের অন্যান্য দিনের মতই লাগে। আমার কাছে এই দিবসের কোনো বিশেষ ব্যাখ্যা নেই। বরং তার চেয়ে আমার কাছে ফাল্গুন খুব বেশি পছন্দের। কারন পহেলা ফাল্গুন হচ্ছে আমাদের দেশীয় উৎসব। তাছাড়া কেন যেন আমি ভালোবাসা দিবসের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারি না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রত্যেকের জীবনে ভালোবাসা দিবস থাকা উচিত। যারা দিবস পালন করার তারা পালন করবেন।

ইমরান মাহমুদুল

আমার কাছে মনে হয়, ভালোবাসা আসলে কোনো দিবসকে ঘিরে নয়, প্রতিটা দিনই হওয়া উচিত ভালোবাসার। প্রিয়জন তার প্রিয়জনকে ভালোবাসবে, পরিবারকে ভালোবাসবে, বন্ধুদেরকে ভালোবাসবে। ভালোবাসা দিবস কখনোই আমি বিশেষভাবে উদ্যাপন করি না। ভালোবাসা আসলে আলাদা কোনো বিষয় না, এটা যে কোনো কিছুর প্রতি হতে পারে। কাজ, শখ যে কোনো কিছুর প্রতিই হতে পারে। আর ব্যক্তিগতভাবে যদি বলি, আমি কখনো ওইভাবে চিন্তা করিনি, যার কারণে আমার কাছে ভালোবাসার আলাদা কোনো সংজ্ঞা নেই। যদিও আমরা ভালোবাসা দিবস বলতে শুধু প্রিয়জনকেই মিন করি, আসলে কিন্তু তা নয়। দেখা গেলো যে এবারের ভালোবাসা দিবসে কেউ তার পরিবারকে নিয়ে উদ্যাপন করতে পারে, আবার বন্ধুদের নিয়ে প্ল্যান করতে পারে, আবার এ-ও হতে পারে কারও একটা প্রিয় জায়গা রয়েছে সেখানে চলে যেতে পারে! দিনটাকে যে যেভাবে ভালো থাকে সেভাবেই উদযাপন করে।

জাকিয়া সুলতানা কর্ণিয়া

ভালোবাসা বলতে আমি বুঝি কারো প্রতি বিশেষ অনুভূতি, আবেগ ও সম্মান। বিশেষ করে আমার পরিবার অর্থাত্ আমার মা, বোন আর আমার স্বামীর প্রতি। আর ভালোবাসা মূল্যায়িত হয় বিশ্বাস, সম্মান, সততা এবং স্বচ্ছতাকে ঘিরে। প্রেম-ভালোবাসা বিনিময়ের ক্ষেত্রে এ বিষয়গুলোই দরকার হয়। আর এগুলো যেখানে থাকে না, সেখানে ভালোবাসা মর্যাদা পায় না। আর ভালোবাসা ছাড়া বেঁচে থাকা যায় না। সবার ভালোবাসা মূল্যায়িত হোক। আর এবার ভালোবাসা দিবসেও শো আছে। শো নিয়ে ব্যস্ত থাকব।

অর্চিতা স্পর্শিয়া

ভালোবাসা মানেই হচ্ছে একটা সুপ্ত অনুভূতি। সেটা বিশেষ কারো প্রতি। সেটা প্রিয়জন হতে পারে আবার পরিবারের প্রতিও। শুধু প্রিয়জনকে ঘিরেই ভালোবাসা হয় না; পরিবার, বন্ধুবান্ধব সবাইকে ঘিরেও হতে পারে। কেউ হয়তো তার প্রিয়জনের সঙ্গে সময় দিতে ভালোবাসে কেউ-বা পরিবারে বাবা-মায়ের সঙ্গে। আমরা ভালোবাসার জন্যই বেঁচে থাকি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর