thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

সূচকের বড় উত্থান, লেনদেনও বেড়েছে

২০২১ ফেব্রুয়ারি ১৫ ১৬:০১:৩৪
সূচকের বড় উত্থান, লেনদেনও বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক:সূচকের বড়উত্থানে শেষ হয়েছেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)সপ্তাহেরদ্বিতীয়কার্য দিবসসোমবারেরলেনদেন। পাশাপাশিবেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।অধিকাংশ কোম্পানির শেয়ারের দরও এদিন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর মূল মূল্যসুচক ‘ডিএসইএক্স’৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৫৪৫ পয়েন্টে। ডিএসইর অন্য সূচক গুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ২৫৯ এবং ২ হাজার ১৪৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫১ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২৬ টির, কমেছে ৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১ টির শেয়ার দর।

অপরদিকে,চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই২৯৭ পয়েন্ট বেড়েছেঅবস্থান করছে ১৬ হাজার ৮৪ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৪৩ টির,কমেছে ৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

দ্য রিপোর্ট/এএস/১৫ফেব্রুয়ারি ,২০২১

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর