thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

মঞ্চে ফিরছেন জেমস!

২০২১ ফেব্রুয়ারি ১৬ ১০:৫৮:১০
মঞ্চে ফিরছেন জেমস!

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার কারণে এক বছর ‘নগর বাউল’ খ্যাত জেমসকে কোনো মঞ্চে পারফর্ম করতে দেখা যায়নি। সর্বশেষ ২০২০ সালের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠের মঞ্চে দেখা গিয়েছিলো তাকে। তবে মার্চ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চ মাতাতে দেখা যাবে।

এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে মিরপুর ১৪ নম্বর পিএসসি কনভেনশন হলে ‘ক্লাসরুম’ আয়োজিত কনসার্টে ১২ মার্চ অংশ নিতে যাচ্ছেন তিনি। তাছাড়া মার্চেই আরো কয়েকটি অনুষ্ঠানের মঞ্চে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। তাছাড়া সেদিন নগরবাউল জেমসের পাশাপাশি স্টেজ মাতাবেন ডি জে রাহাত।

নিয়মিত স্টেজ শো ছাড়াও সর্বশেষ এই শিল্পীকে ২০১৭ সালে ‘সত্ত্বা’ ছবিতে গাইতে দেখা যায়। এই ছবির ‘তোর প্রেমেতে অন্ধ আমি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং সেই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর