thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

মন্ত্রিসভার বৈঠক আজই শেষ নয়!

২০১৩ নভেম্বর ১১ ১১:০৪:৩৮
মন্ত্রিসভার বৈঠক আজই শেষ নয়!

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের আজই শেষ মন্ত্রিসভার বৈঠক নয়! নির্বাচনকালীন সরকার গঠনের আগে আগামী ১৮ নভেম্বর এ সরকারের মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। যদিও আজ সোমবারই মহাজোট সরকারের শেষ মন্ত্রিসভা বৈঠক বলে বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচিত হচ্ছিল।

এ বিষয়ে রবিবার সচিবালয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের দিরিপোর্ট২৪কে বলেন, আশা করছি ১৮ নভেম্বরও মন্ত্রিসভার বৈঠক হবে। এরপর হয়তো বর্তমান মন্ত্রিসভার কারা কারা সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় থাকছেন, তা জানা যাবে। গঠিত হবে নির্বাচনকালীন সরকার।

গত ৪ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সব সদস্যকে পদত্যাগপত্র জমা দিতে বলেন। বর্তমান সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, এ পদত্যাগপত্র জমা দেওয়া মানেই পদত্যাগ করা নয়। এ পদত্যাগপত্র কার্যকরের বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার।

সরকারের মন্ত্রীরা তাদের বক্তব্যে জানিয়েছেন, পদত্যাগপত্র জমা দেওয়া সদস্যদের মধ্যে যারা সর্বদলীয় সরকারে থাকবেন তাদের আর নতুন করে শপথ নিতে হবে না। যারা থাকবেন না তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে চলে যাবে। সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় যারা নতুনভাবে আসবেন তারা শপথ নেবেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পদত্যাগপত্র ইতিমধ্যে জমা দিয়েছেন বলে জানিয়েছেন। পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানিয়েছিলেন মুক্তিযুদ্ধ বিষয় প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামও।

মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী পদত্যাগপত্র প্রস্তুত করে রেখেছেন। ধারণা করা হচ্ছে সোমবার মন্ত্রিসভা বৈঠকের পর বেশিরভাগ সদস্য প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেবেন। সোমবার সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এএস/জেএম/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর

বিশেষ সংবাদ - এর সব খবর