thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসনাতের ইন্তেকাল

২০২১ ফেব্রুয়ারি ১৭ ১৭:২৯:০৬
আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল হাসনাতের ইন্তেকাল

দ্য রিপোর্ট প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাসনাত মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

বুধবার বিকাল তিনটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

আবুল হাসানাত দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক জানিয়েছেন। এছাড়া খবর পেয়ে দলীয় নেতারা হাসপাতালে ছুটে গেছেন।

আবুল হাসনাত আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বৃহত্তর লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর