thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

দেশ জেনারেলের আইপিও আবেদন শেষ বৃহস্পতিবার

২০২১ ফেব্রুয়ারি ১৮ ১২:১১:২৭
দেশ জেনারেলের আইপিও আবেদন শেষ বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক:শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া দেশ জেনারেল ইন্স্যুরেন্সের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও)আবেদন গ্রহণবৃহস্পতিবার শেষ হচ্ছে। গত ১৪ ফেব্রুয়ারি থেকেকোম্পানিটির আইপিও আবেদন গ্রহণ শুরু হয় ।কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি প্রতিটি ১০ টাকা দরে ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৬ কেটি টাকা সংগ্রহ করবে। সংগ্রহীত অর্থ দিয়ে কোম্পানিটি সরকারিফিক্সড ডিপোজিট ওট্রেজারি বন্ড, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য গত বছরের ২ ডিসেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫১তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য,কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

দ্য রিপোর্ট/এএস/১৮ফেব্রুয়ারি ,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর