thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮,  ১ শাওয়াল ১৪৪২

কেরানীগঞ্জে তিন তলা ভবন ভেঙে খালে

২০২১ ফেব্রুয়ারি ১৯ ১১:২৯:৪৪
কেরানীগঞ্জে তিন তলা ভবন ভেঙে খালে

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর কেরানীগঞ্জে চরাইল খেলার মাঠ এলাকায় তিন তলা একটি ভবন ভেঙে পাশের খালে পড়ে গেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার সকালে ভবনটি ধসে পড়ে।

ভবনটির মালিক জানে আলম গণমাধ্যমকে জানান, সকালে তিন ও তার এক নাতি ভবনটির বাহিরে বসে ছিলেন। তার তার স্ত্রী রান্নার কাজ করছিলেন। অন্যরা ঘুমিয়ে ছিলেন। এ সময় হঠাৎ ভবনটি হেলে পড়ে। মূহূর্তের মধ্যেই সেটি ভেঙে পড়ে। ঘরে থাকা লোকজন বাড়ির বাহিরে বেরিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে দুইজনকে উদ্ধার করে নিয়ে আসেন।

ঘরের ভেতরে বাড়ির মালিকের পরিবার ছাড়া কোনো ভাড়াটিয়া ছিলেন না। বাড়ির সবাই বেরিয়ে আসায় আর কেউ ভেতরে আটকা নেই বলে জানিয়েছেন বাড়িটির মালিক। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের লোকজন এখনো উদ্ধারকাজ চালাচ্ছে। ঘটনার পর পাশের দোতলা ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর