thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ছাড়তে বললেন শিক্ষামন্ত্রী

২০২১ ফেব্রুয়ারি ২২ ১৭:০১:০৮
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হল ছাড়তে বললেন শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার কারণে বন্ধ থাকার পরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে যেসব শিক্ষার্থী অবস্থান করছেন তাদের হল ত্যাগ করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় এবং হল খোলার বিষয়ে সরকারের নেয়া সিদ্ধান্ত অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

সোমবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এমন হুঁশিয়ারি দিয়েছেন।

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে অনেক শিক্ষার্থী তালা ভেঙে হলে প্রবেশ করেছেন। এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। পরে অমর একুশে হলের ভেতরেও অবস্থান নেন সাধারণ শিক্ষার্থীরা।

অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার ঘটনা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এসব ঘটনার দিকে ইঙ্গিত করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা ইদানিং লক্ষ্য করেছি কোথাও কোথাও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়, পুরোপুরি বাইরের কোনো বিষয় নিয়ে কিছু শিক্ষার্থী জড়িয়ে পড়েছেন। যা অনৈতিক বা অন্যায় কাজে জড়িয়ে পড়েছেন। কোথাও কোথাও আইন অমান্য করার ঘটনাও ঘটছে। এসব ঘটনার দায় বিশ্ববিদ্যালয় নেবে না।

সবাইকে আগামী ১৭ মে হল ও ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করে দেন ডা. দীপু মনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর