thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বিকালে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা

২০২১ ফেব্রুয়ারি ২৩ ০৯:১৮:২৬
বিকালে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা

দ্য রিপোর্ট প্রতিবেদক: তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আজ মঙ্গলবার বিকালে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারওয়েজে চড়ে দেশ ছাড়বেন ক্রিকেটাররা।

নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ নেই। তিনটি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

এ সফরকে সামনে রেখে তিনবার করোনা টেস্ট করা হয়েছে টিমেরে সবার। সবার ফলই নেগেটিভ। তবুও ওশেনিয়াতে মানতে হবে নিউজিল্যান্ড স্বাস্থ্য বিভাগের প্রটোকল। থাকতে হবে ছয় দিনের আইসোলেশনে।

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ট্যুরের আগে নিউজিল্যান্ড বোর্ডের চাহিদা অনুযায়ী তিনবার করোনা টেস্ট করা হয়েছে। প্রত্যেকটিতেই সবাই নেগেটিভ হয়েছেন। আশা করি সেখানে গিয়েও কোন সমস্যা হবে না।

জানা গেছে, হোটেলে ৬ দিনের বন্দী জীবনে মিলবে না রুম সার্ভিসও। নিজেদের কাজ করতে হবে নিজেদেরকেই। ঘড়ি ধরে ঘণ্টাখানেকের জন্য মুক্ত বাতাস আর আলোর সঙ্গে দেখা হবে।

আর এই নিয়মগুলো মানতে পারলেই কেবল, জিম এবং অনুশীলনের অনুমতি পাবে বাংলাদেশ। তবে, দলবদ্ধ হয়ে তা করতে হলে অপেক্ষা করতে হবে অন্তত ১৪ দিন।

চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, প্রথম ৬ দিন রুম থেকে বের হওয়া যাবে না। সার্ভিসও পাওয়া যাবে না। তবে, ধীরে ধীরে আমাদের আচরণ ভালো থাকলে তারা সুবিধা বাড়িয়ে দেবে। ৬ দিন পর থেকে হালকা জিম করা যাবে, সেটাও গ্রুপ হয়ে। এরপর সেই গ্রুপেই অনুশীলন শুরু করতে হবে। ১৪ দিন পর থেকে আমরাও স্বাভাবিক জীবন যাপন করতে পারবো।

ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ মার্চ। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে হবে দ্বিতীয় ওয়ানডে। বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে এই ম্যাচটি। ওয়েলিংটনে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। এটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর চারটায়।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিলটনে বাংলাদেশ সময় সকাল সাতটায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে টাইগাররা। ৩০ মার্চ নেপিয়ারে ও ১ এপ্রিল অকল্যান্ডে যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর বারোটায়।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর