thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

এবার তৃণমূলে যোগ দিলেন টলিউডের এক ঝাঁক তারকা

২০২১ ফেব্রুয়ারি ২৫ ১০:২২:১২
এবার তৃণমূলে যোগ দিলেন টলিউডের এক ঝাঁক তারকা

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একে একে অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতিতে যোগ দেওয়ার খবর শোনা যাচ্ছে। বুধবার হুগলিতে মমতা বন্দোপধ্যায়ের জনসভা ছিল। এই জনসভায় যোগ দিয়েছেন আরো এক ঝাঁক টলিউড তারকা। মমতা বন্দোপধ্যায়ের তৃণমূলে যোগ দিয়েছেন টালিউডের অন্যতম নির্মাতা রাজ চক্রবর্তী, সুদেষ্ণা রায়, জুন মাল্য, কাঞ্চন মল্লিক, মানালি দে, সায়নী ঘোষ। এছাড়াও যোগ দিয়েছেন ক্রিকেটার মনোজ তিওয়ারিও। এই তালিকার অনেকেই পরোক্ষভাবে সমর্থন করলেও এবার প্রত্যক্ষভাবে রাজনীতিতে এলেন সবাই।

এদিকে ক্যারিয়ারের শেষ সময়ে এসে রাজনীতিতে যোগ দিয়েছেন তাপস পাল, দেবশ্রী রায়, শতাব্দী রায়, চিরঞ্জিতের মতো তারকারা। এসেছেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান। কিছু দিন আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন কৌশানী মুখোপাধ্যায়।

বিজেপিতে টলিউডের তারকাদের যোগ দেওয়া নিয়ে কয়েক দিন ধরে বেশ আলোচনা চলছিল। সম্প্রতি রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, হিরণ যোগ দিয়েছেন বিজেপিতে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর