thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পিকনিকের অনুষ্ঠান চলাকালে গাছ ভেঙে দুইজনের মৃত্যু

২০২১ ফেব্রুয়ারি ২৬ ১০:৩৬:০৫
পিকনিকের অনুষ্ঠান চলাকালে গাছ ভেঙে দুইজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির পিকনিক পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলার সময় গাছ ভেঙে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মল্লিকবাড়ি গ্রামের আবদুর রহমানের ছেলে শহীদ মিয়া এবং গোবদিয়া গ্রামের সূর্য মিয়ার ছেলে নাসির উদ্দিন।

জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের বাজার ব্যবসায়ী সমিতি জামালপুরের লুইসভিলেজে পিকনিক করতে যায়। সেদিন নানা পর্বের পুরস্কার বিতরণ করতে না পারায় বৃহস্পতিবার রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত ১০টার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও ব্যবসায়ীসহ স্থানীয় লোকজনের অনেকে আগেই জড়ো হতে থাকেন।

রাত পৌনে দশটার দিকে হঠাৎ বাজারের মধ্যে অনুষ্ঠান স্থলের প্যান্ডেলের পাশে থাকা পুরোনো আম গাছ ভেঙে পড়ে। গাছটি অনুষ্ঠানস্থলে দর্শকদের চেয়ারের ওপর পড়ায় গুরুতর হন অন্তত বেশ কয়েকজন। তাদের মধ্যে বাজারের ফার্নিচার ব্যবসায়ী শহীদ মিয়া ও তার বন্ধু নাসির উদ্দিনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর