thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

এবার ভিয়েতনামে ঘূর্ণিঝড় হাইয়ান, আঘাত হানতে পারে চীনেও

২০১৩ নভেম্বর ১১ ১১:৩৩:৩৯
এবার ভিয়েতনামে ঘূর্ণিঝড় হাইয়ান, আঘাত হানতে পারে চীনেও

দিরিপোর্ট২৪ ডেস্ক : ফিলিপাইনের পর এবার ভিয়েতনামে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ান আঘাত হেনেছে।

চীন সীমান্তের কাছে ভিয়েতনামের উত্তরাঞ্চলে ঘণ্টায় ১৫৭ কিলোমিটার বেগে আঘাত হানে হাইয়ান। ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে ক্যাটাগরি এক মাত্রায় হালং বে পর্যটন স্থানে পৌঁছেছে।

হাইয়ানের তাণ্ডবে ভিয়েতনামে এ পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

ভিয়েতনামে হাইয়ান মোকাবেলায় প্রস্তুতি হিসেবে আগেই ছয়লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছিল।

হাইয়ানের প্রভাবে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় একশ’ থেকে দুইশ’ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিপাতের ফলে ভিয়েতনামের রাজধানী হ্যানয়সহ স্থানে বন্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হ্যানয়ের বাসিন্দারা খাদ্য সংকটের আশঙ্কায় বেশি করে খাদ্য কিনে রাখছে। সেখানে খাদ্যের দাম এরইমধ্যে বেড়ে গেছে বলে জানা গেছে।

এদিকে, ঘূর্ণিঝড় হাইয়ান গতিপথ পরিবর্তন করায় চীনের হাইনান, গুয়াংডং ও গুয়াংজি প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে।

ঘূর্ণিঝড় হাইয়ান সোমবার ভিয়েতনামে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হাইনানের প্রধান পর্যটক রিসোর্ট থেকে ১৩ হাজারেও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। হাইনান বিমানবন্দরের দুইশ’ ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে।

সুপার স্ট্রোম হাইয়ান ক্যাটাগরি পাঁচ মাত্রায় ঘণ্টায় ২৩৫ কিলোমিটার বেগে শুক্রবার সকালে ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় সামার প্রদেশের দক্ষিণ-পূর্ব গুইউয়ানে আঘাত হানে।

হাইয়ানের তাণ্ডবে ফিলিপাইনের একটি শহরেই ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা সেসব জায়গায় পৌঁছাতে পারছেন না। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর