thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই 25, ১৯ আষাঢ় ১৪৩২,  ৭ মহররম 1447

৩০ মার্চ খুলছে স্কুল-কলেজ: শিক্ষামন্ত্রী

২০২১ ফেব্রুয়ারি ২৭ ২০:৫৭:৫৬
৩০ মার্চ খুলছে স্কুল-কলেজ: শিক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরু হবে. তবে প্রাথমিকের ক্লাস শুরু হচ্ছে না এখনই। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ৬ দিন ক্লাস নেয়া হবে। ক্লাস শুরু হওয়ার পর এসএসসি পরীক্ষার্থীদের ৬০ কর্মদিবস ক্লাস নেয়া হবে এরপর এক দেড় সপ্তাহের বিরতি দিয়ে পরীক্ষা নেয়া হবে। একইভাবে এইচএসসির ক্ষেত্রে ৮০ কর্মদিবস ক্লাস নেয়া হবে।

বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিত ছিলেন।

গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর