thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮,  ১ শাওয়াল ১৪৪২

ন্যাশনাল পলিমারের রাইট শেয়ার বিওতে প্রেরণ

২০২১ ফেব্রুয়ারি ২৮ ১১:২৮:৫২
ন্যাশনাল পলিমারের রাইট শেয়ার বিওতে প্রেরণ

দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল পলিমারের রাইট শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে প্রেরণ করা হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির রাইট শেয়ার বিও হিসাবে প্রেরণ করা হয়।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ১৫ ডিসেম্বর রাইট শেয়ার ইস্যুর মাধ্যমেন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজকেপুঁজিবাজারথেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

ন্যাশনাল পলিমারের উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জমি ক্রয় ও উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানি, কার্যকরি মূলধন সংগ্রহ ও ব্যাংক ঋণ পরিশোধের লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু করেছে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (পূণ:মূল্যায়নসহ) দাঁড়িয়েছে ৩৮.৯৮ টাকায়। একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.২৫ টাকা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড।

দ্য রিপোর্ট/এএস/২৮ফেব্রুয়ারি ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর