thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

বর্ণশিল্পীর খোঁজে আইপিডিসি

২০২১ মার্চ ০১ ০১:৪৬:৪৩
বর্ণশিল্পীর খোঁজে আইপিডিসি

দ্য রিপোর্ট প্রতিবেদক:ভাষা নিয়ে ব্যতিক্রমী এক প্রতিযোগিতার আয়োজন করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। 'বর্ণশিল্পী' শিরোনামের এই আয়োজনের মাধ্যমে বাংলা ভাষার ঐতিহাসিক ও কালজয়ী গান, কবিতা, স্লোগান, ভাষণসহ মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন পাওয়া হৃদয়স্পর্শী সব অভিব্যক্তিকে ক্যালিগ্রাফির সৌন্দর্যে ফুটিয়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

বাংলা ভাষাকে কেন্দ্র করে ভিন্নধর্মী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে চার ক্যাটাগরিতে। প্রাথমিক ক্যাটাগরিতে ৫ম শ্রেণি পর্যন্ত, মাধ্যমিক ক্যাটাগরিতে দশম শ্রেণি পর্যন্ত, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে একাদশ থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া, উন্মুক্ত ক্যাটাগরিতে উপরোক্ত শ্রেণিভুক্ত নয় এমন যে কারো অংশগ্রহণের সুযোগ রয়েছে।

আইপিডিসি আয়োজিত 'বর্ণশিল্পী' প্রতিযোগিতা বাংলা ভাষার ঐতিহাসিক শব্দমালাকে নতুন করে ভিন্ন আঙ্গিকে ফুটিয়ে তোলার একটি প্রয়াস। বায়ান্ন থেকে একাত্তর- শাসক ও শোষকশ্রেণির বিরুদ্ধে বাঙালির প্রতিটি সংগ্রামেই ভাষা হয়ে উঠেছিল লড়াইয়ের অন্যতম হাতিয়ার। শৃঙ্খল থেকে মুক্তির পথে অনুভূতির যত কালজয়ী বহিঃপ্রকাশ তা ক্যালিগ্রাফির মাধ্যমে নতুন করে তুলে ধরতেই আইপিডিসি ফাইন্যান্স-এর 'বর্ণশিল্পী' প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, "বাংলা ভাষা নিয়ে হয়েছে অজস্র আয়োজন। তবুও বাংলাকে আরো বৃহৎ পরিসরে ছড়িয়ে দেয়ার প্রয়োজন আমরা অনুভব করছি বর্তমান সময়ের প্রেক্ষাপটে। নতুন প্রজন্মকে বাংলাদেশ জন্মের ইতিহাসকে একটু ভিন্নভাবে উপস্থাপন এবং সেই উত্তাল সময়টুকুর অনুভূতিও সকলের মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াসে আমাদের এই আয়োজন।"

আইপিডিসি'র 'বর্ণশিল্পী' প্রতিযোগিতায় প্রতিযোগীরা ক্যালিগ্রাফি জমা দিতে পারবেন ৬ মার্চ, ২০২১ পর্যন্ত। ক্যালিগ্রাফি জমাদানের ক্ষেত্রে প্রথমে প্রতিযোগীদের নিবন্ধন করতে হবে এই ঠিকানায়:http://bornoshilpi.ipdcbd.com

নিবন্ধনের পর প্রত্যেক প্রতিযোগী ক্যালিগ্রাফি করার জন্য নির্দিষ্ট শব্দগুচ্ছ পাবেন যা ক্যালিগ্রাফিতে সাজিয়ে ওয়েবসাইটেই জমা দিতে হবে প্রতিযোগীদের। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হবে আগামী ২৬ মার্চ। এছাড়া, স্বাধীনতার ৫০ বছরকে স্মরণ করে প্রতিযোগিতার সেরা ৫০ বর্ণশিল্পীকে পুরস্কৃত করা হবে।

দ্য রিপোর্ট/এএস/২৮, ফেব্রুয়ারি ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর