thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সালমা রোমানা জাহানারদের অন্তবর্তীকালীন কোচ শাহনেওয়াজ

২০২১ মার্চ ০১ ০৯:৪৪:৫৪
সালমা রোমানা জাহানারদের অন্তবর্তীকালীন কোচ শাহনেওয়াজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ওম্যান্স টি-২০ বিশ্বকাপ শেষে ভারতীয় কোচ অঞ্জু জাইনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন মেয়াদে তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি বিসিবি। ওম্যান্স এশিয়া টি-২০ কাপে ট্রফি জয়ী বাংলাদেশ নারী দলের এই কোচের শুন্যপদে ইংল্যান্ড কোচ মার্ক রবিনসনকে চূড়ান্ত করেছিল বিসিবি।

তবে করোনাভাইরাসের সংক্রমন ঝুঁকির কারণে পরিবারের আপত্তি থাকায় বিসিবিকে না করে দিয়েছেন রবিনসন। সামনে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচি।সালমা,রোমানা,জাহানারাদের সামনে অপেক্ষা করছে ওম্যান্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু হবে মেয়েদের ব্যস্ততা।আগামী ২৮ মার্চ থেকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বিসিবি সাবেক ব্যাটসম্যান, ১৯৯০ ও ১৯৯৪ আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের প্রতিনিধি শাহনেওয়াজ শহীদকে অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

বিসিবির ওম্যান্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এ তথ্য ক্রিকবাজকে দিয়েছেন-'রবিনসনের আসার কথা ছিল। তবে করোণাভাইরাসের কারণে সে এখানে এসে কাজ করতে পারবে না।বাংলাদেশ গেমসের পর দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে হোম সিরিজ হওয়ার কথা। সেই সিরিজকে সামনে রেখে আমরা জাতীয় নারী দলের জন্য অন্তবর্তীকালীন হেড কোচ হিসেবে শাহনেওয়াজকে নিয়োগ দিয়েছি।'

বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিয়ে ৫০ ওভারের ম্যাচের জন্য মেয়েদের তৈরি করতে চান শাহনেওয়াজ-'আমি মনে করি তারা টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে বেশি অভ্যস্ত। আগামীতে ৫০ ওভারেরম্যাচের জন্য তৈরি করতে চাই।'

রুমানার মধ্যে মিডল অর্ডারে ব্যাটিংয়ের নেতৃত্ব দেওয়ার গুনাবলী দেখছেন তিনি-'রুমানা খুব অভিজ্ঞ। আমি তার সাথে কাজ করছি। আমরা যদি মিডল অর্ডারে তাকে ব্যবহার করতে পারি তবে আমরা বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই তার সেবা পাব বলে আশা করা হচ্ছে। আমরা মনে করি আমাদের মিডল অর্ডার ব্যাটিংয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সে সঠিক।'

(দ্য রিপোর্ট/আরজেড/০১ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর