thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সস্ত্রীক টিকা নিলেন মির্জা ফখরুল

২০২১ মার্চ ০২ ০৯:৫২:১৮
সস্ত্রীক টিকা নিলেন মির্জা ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগম এবং গাড়িচালক হেলাল উদ্দিনও তার সঙ্গেই এই ভ্যাকসিন নিয়েছেন।

সোমবার সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে এই ভ্যাকসিন নেন। বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

শুরুতে এই ভ্যাকসিন নিয়ে খুব একটা আগ্রহ না দেখালেও মির্জা ফখরুলের আগেই বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এই ভ্যাকসিন নিয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এরই মধ্যে এই ভ্যাকসিন নিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর