thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ফেদেরারের রেকর্ডে ভাগ বসালেন জোকোভিচ

২০২১ মার্চ ০২ ২১:২৫:১৬
ফেদেরারের রেকর্ডে ভাগ বসালেন জোকোভিচ

দ্য রিপোর্ট ডেস্ক: ফেদেরারের র‌্যাংকিং সেরার রেকর্ডে ভাগ বসালেন নোভাক জোকোভিচ। রজার ফেদেরারের সবচেয়ে বেশি সময় র‌্যাংকিংয়ের এক নম্বরে থাকার রেকর্ড স্পর্শ করেছেন তিনি।

টেনিসের পুরুষ এককে ৩১০ সপ্তাহ এক নম্বর র‌্যাংকিং ধরে রাখার রেকর্ডটা এতদিন নিজের করে রেখেছিলেন সুইস তারকা ফেদেরার। গেল মাসে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে টানা ৩১০ সপ্তাহ শীর্ষ স্থান ধরে রেখে এবার সেই রেকর্ডটা ছুঁলেন জোকোভিচ।

আগামী সপ্তাহে রেকর্ডটা নিজের করে নেবেন ৩৩ বছর বয়সী জোকো। তবে পুরুষ ও নারী একক মিলে লম্বা সময় এক নম্বর র‌্যাংকিং ধরে রাখার রেকর্ড থেকে এখনো বেশ দুরে এই সার্বিয়ান টেনিস তারকা। নারী এককে সবচেয়ে বেশি ৩৭৭ সপ্তাহ শীর্ষে থাকার রেকর্ড এখনো নিজের দখলে রেখেছেন স্টেফি গ্রাফ।

(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর