thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

সুকুক বন্ড ছাড়বে বেক্সিমকো 

২০২১ মার্চ ০৪ ১১:৫৩:০০
সুকুক বন্ড ছাড়বে বেক্সিমকো 

দ্য রিপোর্ট প্রতিবেদক:সুকুক বন্ড ইস্যু করার মাধ্যমে বাজার থেকে ৩ হাজার কোটি টাকা সংগ্রহসিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো । ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে,সুকুকের ফেস ভ্যালু নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। বন্ডেরমেয়াদ হবে ৫ বছর। এখান থেকে কমপক্ষে ৯ শতাংশ মুনাফা পাওয়া যাবে। বেক্সিমকো লিমিটেডের লভ্যাংশ ৯ শতাংশের বেশি হলে বাড়তি লভ্যাংশের ১০ শতাংশ সুকুকের মুল মুনাফার সাথে যুক্ত হবে। একজন বিনিয়োগকারীকে কমপক্ষে ৫০টি সুকুক কিনতে হবে।

সংগৃহিত অর্থবেক্সিমকোর বস্ত্র খাতের ব্যবসা সম্প্রসারণে যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সংগ্রহ বাবদ এবং বেক্সিমকোরসৌর বিদ্যুৎ উৎপাদনকারী দুটি সহযোগী প্রতিষ্ঠানকরতোয়া সোলার লিমিটেড ওতিস্তা সোলার লিমিটেডে বিনিয়োগ করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

এছাড়া,সুকুকে বিনিয়োগকারীরা বিনিয়োগের শতভাগ বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তরের সুযোগ পাবে। যদি কোনো বিনিয়োগকারী সুকুককে শেয়ারে রূপান্তর করতে না চান, তাহলে পাঁচ বছরে ওই সুকুকের অবসায়ন হবে।

দ্য রিপোর্ট/এএস/৪ মার্চ/২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর