thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

হরতালের দ্বিতীয় দিনে সূচকের ঊর্ধ্বগতি

২০১৩ নভেম্বর ১১ ১১:৪৩:৫৯
হরতালের দ্বিতীয় দিনে সূচকের ঊর্ধ্বগতি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নির্ধারিত সময়ের মধ্যে ২১৯টি ব্রোকারেজ হাউস ট্রেডিং সিস্টেমে লগইন করায় সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়েছে। একইভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়।

লেনদেনের শুরুতে ব্যাংকিং খাতের কোম্পানিগুলোর লেনদেনে শীর্ষ রয়েছে। আর টাকার পরিমাণে লেনদেন স্বাভাবিক রয়েছে।

সকাল ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ৪২৯৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক বেড়েছে ১ পয়েন্ট। এ সময়ে মোট ২১৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হেয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৪টির, কমেছে ২৬টির ও অপরিবর্তিত রয়েছে ১৮টির।

এদিকে সিএসইতে যথাসময়ে লেনদেন শুরু হয়। সকাল ১১টা পর্যন্ত এ শেয়ার বাজারে ৯২টি কোম্পানির শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৭টি কোম্পানির শেয়ারের, কমেছে ২২টির, অপরিবর্তিত রয়েছে ৩টির।

সিএসই৩০ সূচক ৯৫ পয়েন্ট বেড়ে ১১১২৪ পয়েন্টে, সিএসসিএক্স ৮৪ পয়েন্ট বেড়ে ৮৩৪৮ এবং সিএএসপিআই সূচক ১২৮ পয়েন্ট বেড়ে ১৩১৭১ অবস্থান করছে।

(দিরিপোর্ট২৪/এনটি/এএস/জেএম/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর