thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

চট্টগ্রামের জেলসুপারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

২০২১ মার্চ ০৪ ২০:১৮:১৬
চট্টগ্রামের জেলসুপারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আসামিকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে চট্টগ্রাম জেল সুপারসহ ৪ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পিবিআইকে তদন্ত করার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে হাজতি আসামি রূপন কান্তি নাথের স্ত্রী ঝর্ণা রানীর দায়েরকৃত অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এই আদেশ দেন।

মামলার বাদীর আইনজীবী অ্যাডেভোকেট ভুলন লাল ভৌমিক মামলার সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রূপন কান্তি নাথ নামে এক হাজতি আসামিকে বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা চেষ্টা করায় জেল সুপারসহ চার জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও জেলখানার কর্তব্যরত এক সহকারী সার্জনকে বিবাদী করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজত মৃত্যু নিবারণ আইন ২০১৩ এর (১ ও ২) এবং ক, খ, গ ধারায় অভিযোগ আনা হয়।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অভিযোগের শুনানী শেষে আদালত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্তের আদেশ প্রদান করেছেন বলে জানান ভুলন লাল।

মামলার বাদী ঝর্ণা রানী দেবনাথ মামলার অভিযোগে উল্লেখ করেন, গত বছরের ১৫ ডিসেম্বর তার স্বামী রূপম কান্তি নাথ জিআর ৩৩২/১৮ নম্বর মামলায় সুস্থ অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যান। কারাগারে বন্দি থাকা অবস্থায় তার ইচ্ছার বিরুদ্ধে সম্মতি আদায়ের জন্য অভিযুক্ত বিবাদীরা পরস্পরের যোগসাজসে চট্টগ্রামের কারাগারের সাঙ্গু ১ নম্বর ভবনে গত ফেব্রুয়ারি মাসের ২৪ ও ২৫ তারিখের যেকোনও সময় বৈদ্যুতিক শক ও বিষাক্ত ইনজেকশন পুশ করে কারাবন্দি রূপম কান্তি নাথকে নির্যাতন ও হত্যা চেষ্টা করে। গুরুতর অসুস্থ রূপন কান্তি নাথ বর্তমানে চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর