thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

নিউজিল্যান্ডে একাধিক ভূমিকম্প, সুনামির আতঙ্কে বাড়ি ছাড়ার নির্দেশ

২০২১ মার্চ ০৫ ১১:২১:৩৯
নিউজিল্যান্ডে একাধিক ভূমিকম্প, সুনামির আতঙ্কে বাড়ি ছাড়ার নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক: নিউজিল্যান্ড পর পর তিনটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। শুক্রবার (৫ মার্চ) ৮ ঘণ্টার কম সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানে তিনটি ভূমিকম্প।

এই ঘটনায় বেশ কিছু এলাকায় সুনামির সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

আর এই ভূমিকম্পের ফলে সুনামির ঢেউ ১০ ফুট উচ্চতায় পৌঁছাতে পারে। কর্তৃপক্ষের এমন সতর্কতার পর দেশটির নর্থল্যান্ড এবং বে অব প্লেন্টি এলাকার শ্রমিক, শিক্ষার্থী এবং বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডে সবশেষ ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। একই এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাতের পরপরই ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে দিনের শুরুতে নর্থ আইল্যান্ডের প্রায় ৯০০ কিলোমিটার দূরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তবে এই ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র- রয়টার্স।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর