thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

অ্যানফিল্ডে টানা পাঁচ হার লিভারপুলের

২০২১ মার্চ ০৫ ১১:৩৪:৫৩
অ্যানফিল্ডে টানা পাঁচ হার লিভারপুলের

দ্য রিপোর্ট ডেস্ক: ঘরের মাঠ অ্যানফিল্ডকে দুর্গ বানিয়ে রেখেছিল লিভারপুল। সেখানে প্রতিপক্ষ খেলতে আসলেই ভেবে নিতো নিশ্চিত ৩ পয়েন্ট হারাচ্ছি। কিন্তু টানা ৬৮ ম্যাচ জেতা সেই অ্যানফিল্ড দুর্গই আজ ভেঙে চুরমার লিভারপুলের। সেখানে তারা সব মিলিয়ে হারল টানা ৫ ম্যাচ। বৃহস্পতিবার সবশেষ এমন তিক্ত স্বাদ দলটিকে দিয়েছে চেলসি।

বৃহস্পতিবার অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাতে চেলসির কাছে ১-০ ব্যবধানে হেরেছে লিভারপুল। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ম্যাসন মাউন্ট। এরফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে গেল টমাস টুখেলের দল। গত সেপ্টেম্বরে দুই দলের প্রথম দেখায় স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে জিতেছিল লিভারপুল।

বল দখলে লিভারপুল কিছুটা এগিয়ে থাকলেও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল চেলসি। ১৬তম মিনিটে সুবর্ণ সুযোগ আসে টিমো ভেরনারের সামনে। সেসার আসপিলিকুয়েতা ক্রস বাড়ান ডি-বক্সে। কিন্তু আলিসনকে একা পেয়েও কাছ থেকে তার হাতে বল তুলে দেন জার্মান ফরোয়ার্ড।

২২তম মিনিটে আলিসনের বাধা এড়িয়ে বল জালে পাঠান ভেরনার। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। এর পাঁচ মিনিট পর ভালো একটি সুযোগ পান সাদিও মানে। কিন্তু শট নিতে পারেননি। যে কারণে গোলের মুখ দেখেননি তিনি।

একের পর এক লিভারপুলের গোল মিসের সুযোগটাই বিরতির আগে কাজে লাগায় চেলসি। সে সময় মাউন্টের গোলে এগিয়ে যায় অতিথিরা। মাউন্ট নিজেদের অর্ধ থেকে এনগোলো কঁতের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। লিভারপুলের দুই খেলোয়াড়ের বাধায় শুরুতে শট নিতে পারেননি। একটু সরে গিয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার।

বিরতির পর ৫৫তম মিনিটে দ্বিগুণ হতে পারতো ব্যবধান। হাকিম জিয়াশের প্রচেষ্টা গোললাইন থেকে ফেরান অ্যান্ড্রু রবার্টসন।

এ হারে ৪৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। অন্যদিকে জিতে চেলসির পয়েন্ট হলো ৪৭। এভারটন ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে। এদিকে ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে লেস্টার সিটি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর