thereport24.com
ঢাকা, শনিবার, ৮ মে ২০২১, ২৫ বৈশাখ ১৪২৮,  ২৬ রমজান ১৪৪২

আল নূর মসজিদের সামনে আবেগ আপ্লূত মুশফিক

২০২১ মার্চ ০৫ ১৪:৩৫:৫২
আল নূর মসজিদের সামনে আবেগ আপ্লূত মুশফিক

দ্য রিপোর্ট ডেস্ক: ২০১৯ সালের ১৫ মার্চ এক ভয়াবহ দৃশ্য দেখেছিল গোটা বিশ্ব। নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে অবস্থিত আল নূর মসজিদে নারকীয় হত্যাযজ্ঞ চালায় অস্ট্রেলিয়া বংশোদ্ভূত এক শ্বেতাঙ্গ। টম ব্রেন্টন নামের ওই হামলাকারীর গুলিতে নিহত হন ৫১ জন মুসল্লি। যেখানে ছিল বাংলাদেশের ৫ জন নাগরিকও। ওই সময় বাংলাদেশ ক্রিকেট দলও ছিল। অনুশীলন শেষে যাওয়ার কথা ছিল জুম্মার নামাজ পড়তে আল নূর মসজিদেই।

তবে সৌভাগ্যক্রমে বেঁচে যায় বাংলাদেশ দলের খেলোয়াড়রা। এরপরই হেগলি ওভালের টেস্ট না খেলে নিউজিল্যান্ড ছাড়ে টাইগাররা। দুই বছর পর আবারও সেই ক্রাইস্ট চার্চে বাংলাদেশ দল। ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গেছে টাইগাররা।

শুক্রবার সকালে অনুশীলন শেষে বাংলাদেশ দল ফিরছিল সেই আল নূর মসজিদের সামনে দিয়ে। এই সময় টিম বাস থেকে মসজিদের সঙ্গে ছবি তুলে মুশফিকুর রহিম জানান দেন ফেসবুক পোস্টে।

মুশফিকের করা পোস্টে লেখা ছিল, ‘এই হলো সেই মসজিদ এবং আজকেও শুক্রবার।’

দুই বছর পর বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ড সফর করছে, তার ঠিক দুই সপ্তাহ আগেও আল নূর মসজিদে হামলার হুমকি দেওয়া হয়েছিল। যদিও সন্দেহভাজন হুমকি দেওয়া দুই ব্যক্তিকে গত বৃহস্পতিবার গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর