thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

পছন্দের অভিনেতার জন্য নদীতে লাফ দিলেন ভক্ত

২০২১ মার্চ ০৭ ০৮:১০:১৫
পছন্দের অভিনেতার জন্য নদীতে লাফ দিলেন ভক্ত

দ্য রিপোর্ট ডেস্ক: প্রিয় তারকার জন্য ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। অনেক সময় সেটা যে সীমা ছাড়িয়ে যায় এর নজিরও রয়েছে।

সম্প্রতি এমন একটি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। তার জন্য সেতুর ওপর থেকে নদীতে লাফ দিয়েছেন এক ভক্ত।

বর্তমানে ‘থ্যাংক ইউ’ সিনেমার শুটিং করছেন নাগা। অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরির একটি নদীতে নৌকায় শুটিং করছিলেন তিনি। তাকে দেখার জন্য নদীর পাশে ও সেতুর ওপর মানুষের ভিড় জমে। ভিড়ের মধ্যে থেকে হঠাৎ এক ভক্ত নদীতে লাফ দেয়। তারপর সাঁতার কেটে নে নাগা চৈতন্যের কাছে যায়।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়া নাগা চৈতন্যও সেই ভক্তের সঙ্গে ছবি তুলেছেন। পাশাপাশি এ ধরনের কাজ না করার জন্য ভক্তদের অনুরোধ জানিয়েছেন তিনি।

‘থ্যাংক ইউ’ পরিচালনা করছেন বিক্রম কে কুমার।

এছাড়া শেখর কামুলা পরিচালিত ‘লাভ স্টোরি’ সিনেমায় দেখা যাবে নাগা চৈতন্যকে। এতে সাই পল্লবীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। আগামী ১৬ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর