thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

২০২১ মার্চ ০৭ ১৬:২৯:৩৮
বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী

দ্য রিপোর্ট ডেস্ক: বিজেপিতে যোগ দেওয়ার ব্যাপারে আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। আজ কলকাতায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশেকে কেন্দ্র করে মিঠুন চক্রবর্তী শনিবার রাতেই কলকাতায় পৌঁছেছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমে খবর ছাপা হয়। এবার গুঞ্জন সত্যি করে বিজেপিতে যোগ দিলেন `মহাগুরু` খ্যাত মিঠুন চক্রবর্তী।

রবিবার (৭ মার্চ) কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

আজ বেলগাছিয়া থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন মিঠুন চক্রবর্তী। সম্পূর্ণ বাঙালিয়ানা সাজে ধুতি-পাঞ্জাবি পরে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন তিনি। মিঠুন চক্রবর্তীর গাড়ি ঘিরে বিজেপির কর্মীদের উন্মাদনা ছিল সর্বোচ্চ। ব্রিগেডে পৌঁছে একেবারে মঞ্চে উঠেছেন তিনি। সেখানেই বিজেপিতে যোগ দেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর