thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

করোনা প্রতিরোধে ব্যর্থতা: প্যারাগুয়ের ৩ মন্ত্রী বরখাস্ত

২০২১ মার্চ ০৭ ১৬:৪২:০৪
করোনা প্রতিরোধে ব্যর্থতা: প্যারাগুয়ের ৩ মন্ত্রী বরখাস্ত

দ্য রিপোর্ট ডেস্ক: প্যারাগুয়েতে করোনা মহামারি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগে সহিংস প্রতিবাদের জেরে তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট।

রোববার (৭ মার্চ) এ খবর জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়, দেশটিতে করোনা মহামারি নিয়ন্ত্রণে কোটি কোটি টাকা চুরির অভিযোগ করে রাস্তায় বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। দেশটির প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ বলেছেন, শিক্ষামন্ত্রী, নারীবিষয়ক মন্ত্রী ও পূর্তমন্ত্রীকে বদল করা হয়েছে।

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা করার জন‌্য যেসব ওষুধ প্রয়োজন সেসব ওষুধ হাসপাতালগুলোতে নেই। শেষ হয়ে গেছে জানান স্বাস্থ‌্যকর্মীরা। ডানপন্থী সরকারের ব‌্যাপক দুর্নীতিকে দায়ী করেছেন বিরোধীদলগুলো। নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছেন তারা।

প্যারাগুয়েতে এক লাখ ৬৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং এ পর্যন্ত মারা গেছেন তিন হাজার ২০০ জনের মতো ব্যক্তি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর