thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

মঙ্গলবার থেকে লুব-রেফের লেনদেন শুরু

২০২১ মার্চ ০৮ ১৬:৫৮:১৫
মঙ্গলবার থেকে লুব-রেফের লেনদেন শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেলেনদেন শুরু হতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবারকোম্পানিটি লেনদেন শুরু করবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে,কোম্পানিটির সর্বশেষ প্রান্তিকের আর্থিক ফলাফল জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তথ্য অনুসারে, অক্টোবর’২০-ডিসেম্বর’২০ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫২ পয়সা ছিল।

আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় সর্বশেষ প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৪১ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম দুই প্রান্তিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) বা প্রথম ছয় মাসে কোম্পানিটির বেসিক ইপিএস হয়েছে ৮৭ পয়সা। আগের বছর একই সময়ে বেসিক ইপিএস ছিল ৭৭ পয়সা।

আইপিও পরবর্তী শেয়ার সংখ্যা বিবেচনায় দুই প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৬০ পয়সা।
পুনঃমূল্যায়নের ভিত্তিতে কোম্পানিটির প্রি-আইপিও এনএভিপিএস হয়েছে ৩৫ টাকা ৩৭ পয়সা এবং পোস্ট আইপিও এনএভিপিএস ৩৪ টাকা ৬৮ পয়সা।

দ্য রিপোর্ট/এএস/ ৮ মার্চ,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর