thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

লুব-রেফের লেনদেন শুরু আজ

২০২১ মার্চ ০৯ ১২:১১:৪০
লুব-রেফের লেনদেন শুরু আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক:শেয়ারবাজারে তালিকাভুক্ত লুব-রেফ বাংলাদেশের লেনদেন ৪০.৫০ টাকায় শুরু হয়েছে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় শেয়ার কেনার জন্য ৮৯ লাখ ৯০ হাজার ৮৫১টি আবেদন পড়েছে। এর বিপরীতে ২ বার হাতবদল হয়ে মাত্র ১১টি শেয়ার বিক্রি হয়েছে।

গত ৪ মার্চ কোম্পানির শেয়ার আইপিও লটারিতে বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা করা হয়। ৩ ফেব্রুয়ারি আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেওয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয়।

চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। লটের ১২.৩৯ গুণ আবেদন জমা পড়ে।

গত বছরের ১৮ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৯তম সভায় আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করতে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহ করতে ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ২৭ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট।

দ্য রিপোর্ট/এএস/৯ মার্চ ২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর