thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

নারীকে ফেলে দেয়া বাসচালকের লাইসেন্স বাতিল চায় র‌্যাব

২০২১ মার্চ ০৯ ১৭:৩১:০৬
নারীকে ফেলে দেয়া বাসচালকের লাইসেন্স বাতিল চায় র‌্যাব

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভাড়া নিয়ে বিরোধের জেরে বাস থেকে নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনায় অভিযুক্ত বাসচালক সবুজ মিয়ার ড্রাইভিং লাইসেন্স বাতিলের আবেদন করবে র‌্যাব। এছাড়া বাসটির রুট পারমিট যাচাইয়ে বিআরটিএ'তে চিঠি দেবে বাহিনীটি।

মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলেন এই তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।

র‌্যাব কর্মকর্তা জানান, ঘটনার দিন বাকপ্রতিবন্ধী ওই নারীর (মোসা. শিল্পী মিষ্টি) কাছে বাস ভাড়া চান চালকের সহযোগী (হেলপার) নাহিদ। এসময় ওই নারী কলম এবং কাগজে লেখে জানান তার কাছে যথার্থ পরিমাণ বাসভাড়া নেই। কম ভাড়া থাকায় তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ছুড়ে ফেলে দেয়া হয়। যার নির্দেশ দেন বাসটির চালক সবুজ মিয়া।

ঘটনাটি একজন প্রত্যক্ষদর্শী ভিডিও করলে র‌্যাব তাদের ধরতে অভিযানে নামে। পরে গতরাতে কেরানীগঞ্জ থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এসময় অভিযুক্ত বাসটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় বাকপ্রতিবন্ধী নারীর স্বজন বাদী হয়ে একটি মামলা করেছেন।

আশিক বিল্লাহ জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও তা চালক-হেলপার কেউই জানত না। তারা রাতে বাসটি ডিপোতে রেখে স্বাভাবিকভাবেই ছিলেন।

চালক সবুজ মিয়ার ড্রাইভিং লাইসেন্স হালকা যানের থাকলেও ভারী যান (বাস) চালাতেন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর