thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হঠাৎ মওদুদের শারীরিক অবস্থার অবনতি

২০২১ মার্চ ০৯ ১৭:৫৪:৩০
হঠাৎ মওদুদের শারীরিক অবস্থার অবনতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: দীর্ঘ একমাস ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজকে সকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে গেছে। গতকাল ফুসফুসে পানি জমেছে, আগের চেয়ে অবস্থা বেশ অবনতি হয়েছে।

পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি।

গত ১ ফেব্রুয়ারি রাত ১২টায় সিঙ্গাপুর একটি এয়ারলাইন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। এরআগে গত ২৯ ডিসেম্বর এপোলো হাসপাতালে মওদুদকে ভর্তি করা হয়। ৬ জানুয়ারি বিএনপি মহাসচিব হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন।

১৩ জানুয়ারি সিসিইউ থেকে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। পরে ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। এরপর আবার ২১ জানুয়ারি এপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে এপোলো হাসপাতাল থেকে সিঙ্গাপুর মাউন্টন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে তার স্ত্রী মিসেস হাসনা জসিমউদদীন মওদুদ আহমেদ গিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর