thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বিএনপির ঢাকা সমাবেশের স্থান পরিবর্তন

২০২১ মার্চ ১০ ১০:৪২:৪৯
বিএনপির ঢাকা সমাবেশের স্থান পরিবর্তন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিভাগীয় শহরে সিটি করপোরেশন এলাকায় ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে আজ বুধবার দুপুর ২টায় রাজধানীর মোহাম্মদপুর শহীদ পার্ক মাঠে যে মহাসমাবেশ হওয়ার কথা ছিলো তা পরিবর্তন করা হয়েছে।

দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ডাকা এই সমাবেশ এখন অনুষ্ঠিত হবে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে।

সমাবেশের স্থান পরিবর্তন হওয়ার বিষয়ে মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এসময় শায়রুল কবির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধক্রমে সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন জাতীয় ও স্থানীয় নেতারা।

(দ্য রিপোর্ট/আরজেড/১০মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর