thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

চলে গেলেন গীতিকার ও সুরকার প্রদীপ গোস্বামী

২০২১ মার্চ ১০ ১০:৪৬:৫৯
চলে গেলেন গীতিকার ও সুরকার প্রদীপ গোস্বামী

দ্য রিপোর্ট প্রতিবেদক: না ফেরার দেশে চলে গেছেন প্রখ্যাত গীতিকার ও সুরকার প্রদীপ গোস্বামী (৬৮)।

মঙ্গলবার (৯ মার্চ) নাটোর শহরের কান্দিভিটুয়ায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

অসংখ্য জনপ্রিয় গানের এই স্রষ্টা সবসময় ছিলেন প্রচার বিমুখ। নীরবেই কাজ করে যেতে পছন্দ করতেন তিনি। মৃত্যুর সময় স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই গুণী।

মঙ্গলবার দুপুর ৩টায় নাটোরের বড়হরিশপুর মহাশ্মশানে প্রদীপ গোস্বামী শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

প্রদীপ গোস্বামীর লেখা ও সুর করা অসংখ্য গান কণ্ঠে তুলেছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সুবীর নন্দীসহ বহু প্রখ্যাত শিল্পী।

তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে-‘যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে’, ‘তুমি তো আমার আপন না’, ‘আগডুম, বাগডুম ঘোড়া ডুম সাজে’ ইত্যাদি।

(দ্য রিপোর্ট/আরজেড/১০মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর