thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

আমার শরীর নাকি ফ্ল্যাট স্ক্রিন: অনন্যা পাণ্ডে

২০২১ মার্চ ১০ ১৬:৫৭:৫৯
আমার শরীর নাকি ফ্ল্যাট স্ক্রিন: অনন্যা পাণ্ডে

দ্য রিপোর্ট ডেস্ক: ‘ও ছেলেদের মতো’, ‘ফ্ল্যাট স্ক্রিন’ অর্থাৎ ‘সমতল পর্দা’, শারীরিক গঠন নিয়ে এমন কথা অনেক শুনতে হয়েছে। সম্প্রতি মুম্বাইয়ের এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা জানালেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

অনন্যা জানান, ‘স্তনের আকৃতির কারণে লিঙ্গ নিয়ে মশকরা করা হত। অনেকেই ব্যঙ্গ করে বলতো, আমি নাকি ছেলেদের মতো দেখতে। এধরনের বিদ্রুপাত্মক মন্তব্যে হাঁপিয়ে উঠেছিলাম।’

শরীরের গঠনগত দিক থেকে অনন্যা পাণ্ডে ছোট থেকেই রোগা ছিলেন। শরীরের গঠন ও আকৃতি নিয়ে কু-মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে বহুবার। শরীরের গঠনের পাশাপাশি একই সঙ্গে মানুষের মনের গঠনও তৈরি হতে থাকে। কিছু মানুষের অপমানে বারবার সে কাজটি বাধাপ্রাপ্ত হচ্ছিল।

অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার মোটা হওয়াটা গোটা দেশের আলোচ্যবস্তু হয়ে দাঁড়িয়েছিল এক সময়ে। নিজের শরীরকে ঘৃণা করতে শুরু করেছিলেন তিনি। তিনি তখন বলতেন, ‘‘আমার হরমোনের সমস্যা ছিল। তাই যখন তখন মোটা হতাম, যখন তখন রোগা হয়ে যেতাম।’’

বিদ্যা বালানের মতো একই রকম খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয় অনন্যাকেও। সাক্ষাৎকারে তিনি জানান, ‘‘ঠিক যে সময়ে এক জন মানুষের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠার প্রক্রিয়াটি শুরু হয়, তখনই আমাকে একাধিক কুমন্তব্যের মুখোমুখি হতে হত। আমার শরীর দেখে ‘ফ্ল্যাট স্ক্রিন’-এর সঙ্গে তুলনা করা হত।’’

ধীরে ধীরে সেই পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে আনতে পেরেছেন তিনি। তবে শরীর নিয়ে কু-মন্তব্যের শিকার হতে হয় এখনও। কিন্তু নিজের প্রতি বিশ্বাস অর্জন করার লড়াই শুরু করে দিয়েছেন বলেই জানালেন অনন্যা পাণ্ডে।

(দ্য রিপোর্ট/আরজেড/১০মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর