thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

নিজের চেয়ে ৩১ বছরের ছোট মেয়েকে বিয়ে করলেন নিকোলাস

২০২১ মার্চ ১১ ১৬:০০:১০
নিজের চেয়ে ৩১ বছরের ছোট মেয়েকে বিয়ে করলেন নিকোলাস

দ্য রিপোর্ট ডেস্ক: `ঘোস্ট রাইডার` খ্যাত হলিউড অভিনেতা নিকোলাস কেইজ পঞ্চম বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। ৫৭ বছর বয়সী এই অভিনেতার পঞ্চম স্ত্রী রিকো শিবাতার বয়স ২৬ বছর। অথচ নিকোলাসের বড় ছেলে ওয়েস্টনের বয়স ৩০। সম্প্রতি পিপল ম্যাগাজিনকে বিয়ের কথা জানিয়ে বলেছেন, `হ্যাঁ, যা শুনছেন, তা সত্যি। আমরা বিয়ে করেছি, আর আমরা সত্যিই সুখী।` এমনকি বিয়ের আগে এক বছর প্রেমও করেছেন নিকোলাস ও রিকো।

গত ১৬ ফেব্রুয়ারি লোকচক্ষুর আড়ালে ছোট পরিসরে পরিবার আর কাছের কিছু বন্ধুর উপস্থিতিতে বিয়ে করেছেন এই জুটি। ক্যাথলিক ও জাপানি—দুই রীতিতেই বিয়ে হয়েছে। লাস ভেগাসের ওয়েন হোটেলে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতার সাবেক স্ত্রী অ্যালিস কিম ও তাঁদের ১৫ বছর বয়সী ছেলে কাল এল। বিচ্ছেদের পরেও বন্ধু তাঁরা।

নিকোলাসের প্রথম স্ত্রী মার্কিন অভিনেত্রী প্যাটরিসিয়া অর্কেট। ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত সংসার করেন তাঁরা। ২০০২ সালে বিয়ে করেন এলভিস প্রিসলির কন্যা, মার্কিন সংগীত তারকা ও গীতিকার লিসা মারি প্রিসলিকে। ২০০৪ সালে সেই বিয়ে ভাঙার পর নিকোলাস বিয়ে করেন এরিস কিমকে। সেই বিয়ে টিকেছিল পরবর্তী এক যুগ। এটিই নিকোলাসের সবচেয়ে দীর্ঘ সময় বিবাহিত সম্পর্কে থাকা। অবশেষে ২০১৬ সালে বিচ্ছেদ হয় তাঁদের। ২০১৯ সালের মার্চ মাসে এরিকা কুকির সঙ্গে বিবাহবন্ধনে জড়িয়েছিলেন নিকোলাস। তবে সেই বিয়ে টিকেছিল মাত্র চার দিন। চার দিন পরেই তাঁরা আলাদা থাকা শুরু করেন। দুই মাস আলাদা থাকার পর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে।

(দ্য রিপোর্ট/আরজেড/১১মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর