thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কর্নেল অলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী

২০২১ মার্চ ১৩ ১৬:৩৩:৩৪
কর্নেল অলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ (১৩ই মার্চ) মেইল বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে শুভেচ্ছা জানান।
শনিবার দুপুরে এলডিপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন, প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও তোমার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক, নরেন্দ্র মোদি।

এর আগে ২০১৮, ২০১৯ ও ২০২০ সালেও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, ১৯৩৯ সালের ১৩ ই মার্চ ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম জন্মগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর