thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

মিয়ানমারে পুলিশের গুলিতে আরও ২ বিক্ষোভকারী নিহত

২০২১ মার্চ ১৩ ১৬:৪৩:৩১
মিয়ানমারে পুলিশের গুলিতে আরও ২ বিক্ষোভকারী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক: মিয়ানমারে সেনা শাসনবিরোধী চলমান আন্দোলনে পুলিশের গুলিতে আরও দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন।

সামরিক শাসনের বিরুদ্ধে আজও বিভিন্ন শহরের রাজপথে নেমেছে বিক্ষোভকারীরা। শুক্রবার রাতে ইয়াঙ্গুনের থারকেটা থানার সামনে আটক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ করে কয়েকশ মানুষ। এ সময় তাদের লক্ষ্য করে পুলিশ গুলি চাললে নিহত হন দুজন।

আটকেপড়া মিয়ানমারের নাগরিকদের সাময়িকভাবে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে ১৮ মাস বসবাসের অনুমতি দেয়া হবে তাদের। অভ্যুথানের কারণে তৈরি অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দেশটিতে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবার মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

এদিকে সেনা অভ্যুত্থানের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিয়ানমারের প্রথম স্যাটেলাইট আটকে দিয়েছে জাপান। অন্যদিকে, শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিবারসহ ১৯৮ জন পুলিশ কর্মকর্তা মিয়ানমার থেকে পালিয়ে দেশটিতে আশ্রয় নিয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর