thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ঈদেই আসছে সালমানের ‘রাধে’

২০২১ মার্চ ১৪ ০৯:৫৬:৩৪
ঈদেই আসছে সালমানের ‘রাধে’

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের ঈদ মানে সালমান খানের সিনেমা। বছরের পর বছর ধরেই এই অঘোষিত রেওয়াজ চলছে। আসন্ন রোজার ঈদও বাদ যাচ্ছে না এই রীতি থেকে। এই ঈদে মুক্তি পাবে সালমানের নতুন সিনেমা ‘রাধে’।

চূড়ান্তভাবে এই ঘোষণাটি দিয়েছেন সালমান খান নিজেই। ১৩ মার্চ, শনিবার ‘রাধে’ সিনেমার একটি পোস্টার প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে জানান, আসন্ন ঈদ উপলক্ষে ১৩ মে সিনেমা হলে মুক্তি পাচ্ছে এই সিনেমা।

পোস্টারের ক্যাপশনে সালমান লিখেছেন, ‘ঈদের প্রতিজ্ঞা ছিল, ঈদেই আসছি। কারণ একবার যখন আমি কথা দেই, সেটা অবশ্যই রাখি’।

ধারণা করা হচ্ছে, ২০০৯ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট সিনেমা ‘ওয়ান্টেড’-এর সিক্যুয়েল বা প্রিক্যুয়েল হতে যাচ্ছে ‘রাধে’। এই সিনেমা পরিচালনা করছেন প্রভুদেবা। এতে সালমানের সঙ্গে আছেন দিশা পাটানি, রণদীপ হুদা ও জ্যাকি শ্রফের মতো তারকাদের। সিনেমাটি প্রযোজনা করছেন সালমান নিজেই।

উল্লেখ্য, মহামারি করোনার কারণে সিনেমা হল মালিকেরা ভয়াবহ লোকসানের মুখে পড়েছিলেন। সেই লোকসান কিছুটা পুষিয়ে নেয়ার জন্য তাদের আকুল আবেদন ছিল, যেন সালমানের ‘রাধে’ সিনেমাটি প্রেক্ষাগৃহেই মুক্তি দেওয়া হয়। এজন্য সালমানের কাছে তারা চিঠিও পাঠিয়েছিলেন। তখনই সালমান স্পষ্ট জানিয়ে দেন, সিনেমা হলেই আসবে তার ‘রাধে’। এবার ঘোষণা করলেন চূড়ান্ত তারিখ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর