thereport24.com
ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৫ জমাদিউল আউয়াল 1446

শিশু শাসন নিয়ে মাদ্রাসা প্রধানদের হাই কোর্টের সতর্কতা

২০২১ মার্চ ১৪ ১৫:৫৬:৩৫
শিশু শাসন নিয়ে মাদ্রাসা প্রধানদের হাই কোর্টের সতর্কতা

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের হাটহাজারীতে এক মাদ্রাসায় আট বছর বয়সী শিশু শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এতে সন্তোষ প্রকাশ করেছেন হাই কোর্ট। তবে শিশু শিক্ষার্থীদের শাসন করার বিষয়ে ওই মাদ্রাসাসহ সকল মাদ্রাসার প্রধানদের সতর্ক করেছেন আদালত।

একইসঙ্গে দেশের সকল মাদ্রাসার শিক্ষকদেরও এ বিষয়ে সতর্ক থাকতে বলেছেন আদালত।

শুনানির নির্ধারিত দিনে রোববার (১৪ মার্চ) হাই কোর্টের বিচারপতি নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এসব পর্যবেক্ষণ দেন। বিষয়টি আদালতের পর্যবেক্ষণে থাকবে বলেও মন্তব্য করেন হাই কোর্ট।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর