thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

লুব-রেফ দর পতনের শীর্ষে 

২০২১ মার্চ ১৪ ১৭:০৪:৫৩
লুব-রেফ দর পতনের শীর্ষে 

দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে সদ্য তালিকাভুক্ত লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটি সর্বশেষ ৪৯ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৪ হাজার ৭৪ বারে ৬৩ লাখ ৬২ হাজার ৯৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৯৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কোম্পানি লিমিটেড(বিডি ফাইন্যান্স)। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩৯ শতাংশ কমেছে এবং শেয়ার সর্বশেষ ২৯ টাকা ৯০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৬০ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সামিট পাওয়ার, আইপিডিসি, সাইফ পাওয়ারটেক, ঢাকা ডাইং, লাফার্জহোলসিম, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ই-জেনারেশন লিমিটেড।

দ্য রিপোর্ট/এএস/১৪ মার্চ,২০২১

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর