thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

বিজেপির প্রার্থী হলেন বাবুল সুপ্রিয়, লকেট চ্যাটার্জি, যশ, পায়েল

২০২১ মার্চ ১৪ ২২:৩২:০১
বিজেপির প্রার্থী হলেন বাবুল সুপ্রিয়, লকেট চ্যাটার্জি, যশ, পায়েল

দ্য রিপোর্ট ডেস্ক: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভার নির্বাচনের আগে আজ রবিবার দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এই তালিকায় সবচেয়ে বড় চমক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে টালিগঞ্জ থেকে প্রার্থী করা। এ ছাড়া প্রার্থী করা হয়েছে দলের সাংসদ লকেট চ্যাটার্জি ও নিশীথ প্রামাণিককে। তালিকায় জায়গা পেয়েছেন যশ দাশগুপ্ত, পায়েল সরকারের মতো টালিউড সেলিব্রেটিরাও।

এদিন বিকালে দিল্লিতে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন বিজেপির অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। আগামী ৬ এপ্রিল তৃতীয় দফায় ৩১ বিধানসভা আসনে ভোট। এর মধ্যে ২৭টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ১০ এপ্রিল চতুর্থ দফায় ৪৪ আসনে ভোট। এর মধ্যে ৩৮ জনের নাম ঘোষণা করা হয়।

টালিগঞ্জ কেন্দ্র প্রার্থী করা হয়েছে কেন্দ্রীয় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী, বিজেপি সাংসদ, সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়কে। এই কেন্দ্রে তার প্রতিপক্ষ যুব কল্যাণ মন্ত্রী তৃণমূলের অরূপ বিশ্বাস।

হুগলির চুঁচুড়া কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী লকেট চ্যাটার্জি, তার প্রতিপক্ষ দুইবারের বিধায়ক অসিত মজুমদার। দিনহাটা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সাংসদ নিশীথ প্রামাণিক, তার প্রতিপক্ষ দুইবারের বিধায়ক উদয়ন গুহ। এ ছাড়া তারকেশ্বর থেকে বিজেপির প্রার্থী রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, তৃণমূলের প্রার্থী আলিপুরদুয়ার থেকে বিজেপির প্রার্থী হয়েছেন মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা অশোক লাহিড়ী।

সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া টালিউড সেলেব্রিটিদের মধ্যে হুগলির চন্ডীতলা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অভিনেতা যশ দাশগুপ্তকে, বেহালা পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার, হাওড়ার শ্যামপুকুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, সোনারপুর দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী করা হয়েছে অভিনেত্রী অঞ্জনা বসুকে।

গত দুই মাসে তৃণমূল ছেড়ে যেসব নেতা-নেত্রী গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তাদের মধ্যে সাবেক বন মন্ত্রী রাজীব ব্যানার্জিকে প্রার্থী করা হয়েছে ডোমজুড় কেন্দ্রে, সিঙ্গুর থেকে রাজ্যের সাবেক মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য, উত্তরপাড়া কেন্দ্রের প্রার্থী প্রবীর ঘোষাল।

(দ্য রিপোর্ট/আরজেড/১৪মার্চ, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর